সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 12:54:51 am, 2021-10-10 | দেখা হয়েছে: 94 বার।
নিউজ ডেস্কঃ ইতালি নাপোলির সিটি কর্পোরেশনের নির্বাচনে al consiglio comunae di napoli কাউন্সিল পদে প্রার্থী হিসেবে সৈয়দ রাজিব বাংলাদেশে কমিউনিটি পক্ষ থেকে নাপোলি নির্বাচন সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হাওয়ায় বাংলাদেশ এসোসিয়েসনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী'র ফুলেল শুভেচ্ছা কুসুল বিনিময় হয়েছে। জয়নাল হাজারী নাপোলিতে পৌঁছা মাত্রই এয়ারপোর্টে ফুলের শুভেচ্ছা কুসুল বিনিময় ও দোয়া ।
এ সময় উপস্থিত ছিলেন ইসস্কাদর আলী, শেখ বাদল, সেলিম চৌধুরী,আব্দুল হান্নান,শাজাহান আলী, আরো অনেকেই এই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসীদের মধ্যে থেকে মোট ৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেছেন তার মধ্যে বাংলাদেশের ২ জন শ্রীলঙ্কার এক জন আফ্রিকার ১ জন প্রার্থী প্রতিন্দিতা করছেন।
এসময় জয়নাল হাজারীর পক্ষ থেকে নাপোলিস্থ সকল প্রভাসী ভাই ও বোনদের ১৭ অক্টোবর কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার জন্য আহবান করেন।