Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

ইতালীতে ইলেকট্রনিক ইনভয়েচ ২০২২ নিয়ে ন্যাশনাল কাফের কর্মশালা অনুষ্ঠিত

মিনহাজ হোসেন ইতালী থেকে: ইতালীর সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত প্রতিসষ্ঠান ন্যাশনাল কাফ ইতালীর রোম প্রধান কার্যালয়ে ৫ ডিসেম্বর শনিবার ইতালী সরকারের সকল ব্যবসায়ীদের জন্য নতুন ইলেকট্রনিক ইনভয়েচ ২০২২ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালর প্রধান বক্তা অনলাইনের জনপ্রিয় ব্যক্তিত্ব ন্যাশনাল কাফের চেয়্যারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ইতালী প্রবাসী সকল পার্তিতাইভাধারীদের জন্য ২০২২ সালের জানুয়ারী মাস থেকে ইলেকট্রনিক ইনভয়েচ ২০২২ বাধ্যতামূলক করা হয়েছে। তাই সবাইকে এই নতুন নিয়মটি ভালোভাবে জেনে পুরো বছরের জন্য মাসিক ইনকামের নিয়মিত আপডেট রাখা জরুরী।
ন্যাশনাল কাফ বরারবের মতো ইতালীর নামকরা কর্মাশিলিষ্টাদের নিয়ে একটি দক্ষ টিম তৈরী করেছে যাদের মাধ্যমে সবধরনের ছোট ব্যবসীয়াগন পুরো বছরের হিসাব-নিকাশ করে তাদের আর্থিক অবস্থার ডিকলারেশন সরকারের কাছে সঠিকসময়ে উপস্থাপন করতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল কাফের রোম প্রধান শাখার ডিরেক্টর মিজানুরে রহমান মাহাবুব। তিনি বলেন, আমাদের নিজস্ব সফট্যয়ারের মাধ্যমে আমাদের গ্রাহকগন খুব সহজেই ইলেকট্রনিক ফাত্তুরার সবকাজ কেরতে পারবেন।
মোস্তাফিজুর রহমান কর্মশালায় আরো বলেন, বর্তমানে যারা সরকারের সাথে তাদের দেনা-পাওনায় বিস্তারিত তথ্য জানতে চান আমাদের গ্রাহক হলে আমরা তা অভিজ্ঞ কর্মাশিলিষ্টাদের মাধ্যমে করে দিবো। তিনি আরো বলেন, ন্যাশনাল কাফ ইতিমধ্যে সবধরনের গ্রাহকদের জন্য গ্রীনপাস কার্ডও চালু করেছেন। যার মাধ্যমে আমাদের বিভিন্ন সার্ভিসও গ্রাহকগন সহজেই নিতে পারছেন।
কর্মশালায় অংশগ্রহনকারী ব্যবসায়ীগন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!