Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

ইতালী প্রবাসীদের সহযোগীতার লক্ষ্য কাউন্সিলরের দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয়ান নাগরিক: কবির হোসেন

মিনহাজ হোসেন ইতালী থেকে: অনুষ্ঠিতব্য রোম সিটি কর্পোরেশন নির্বাচনের ৮ নং মিউনিসিপিও প্রেসিডেন্ট Amedeo Ciaccheri ciaccheri বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর সকল প্রবাসীদের সুবিধা-অসুবিধা সহজে সমাধানের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি সহ ভিন্ন দেশি প্রবাসীদের পক্ষে প্রতিনিধিত্ব করার লক্ষ্য বাংলাদেশী বংশোদ্ভূত ইতালীয়ান নাগরিক কবির হোসেনকে কাউন্সিলর এর দায়িত্ব প্রদান করেন। ৬ ডিসেম্বর রাজধানীর রোমের মন্তানিওয়ালা ৮নং মিনিউসিপিও প্রেসিডেন্ট অফিস কার্যালয়ে প্রেসিডেন্ট Amedeo Ciaccheri আনুষ্ঠানিকভাবে কবির হোসাইন কে অফিসিয়াল ভাবে সার্টিফিকেট প্রদান ও শপথ গ্রহণ করান।

এসময় বাংলা কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব , বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালীর সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, বরিশাল বিভাগ সমিতি ইতালীর অন্যতম নেতা মুজিবুর রহমান শিকদার, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, সাবেক কমিশনার নাজিম মোল্লা, ঢাকা জেলা সমিতি ইতালী সভাপতি সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকেই।

উপস্থিত নেতৃবৃন্দরা নবনিযুক্ত কাউন্সিলর কবির হোসেনকে শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট Amedeo Chr সাংবাদিকদের সাক্ষাৎকারে বাংলাদেশী বংশোদ্ভূত ইতালীয়ান নাগরিক কবির হোসেনের ভূয়সী প্রশংসা করে বলেন তিনি একজন সত নিষ্ঠা মানুষ, প্রবাসীদের পক্ষে তিনি যে দায়িত্ব পেয়েছেন। আশা করবো তিনি সঠিক ভাবে গুরুত্বসহকারে বাংলাদেশি সহ যে কোন প্রবাসীদের সহযোগিতা পরামর্শ যে কোন সমস্যায় সততার সহিত কাজ করে যাবেন। তিনি তার উত্তর উত্তর সফলতা কামনা করেন।

শেষে নবনিযুক্ত কাউন্সিলর কবির হোসেন সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন তিনি যেন সততার সহিত কাজ করে প্রবাসে প্রবাসী সহ বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করে রাখতে পারি।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!