Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ইতালীর জয়নাল আহবায়ক, জামিল সদস্য সচিব নির্বাচি

মিনহাজ হোসেন ইতালী থেকে: ইতালী প্রবাসী সিলেট বিয়ানীবাজার থানাবাসী সুন্দর সমাজ গঠনে, ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে ও শুভ কাজে সবার পাশে থাকার জন্য আহবায়ক কমিটি গঠনে রাজধানী রোমে বসবাসরত বিয়ানীবাজারবাসীদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী বিয়ানীবাজারবাসীর সতস্ফুর্ত অংশগ্রহণে বিয়ানীবাজারের কৃতি সন্তান রুবেল আহমেদের উদ্যোগে আয়োজিত সভা পরিচালনা করেন বিশিষ্ট ব্যাবসায়ী সু-পরিচিত গ্রীণ সিলেট আলিমেন্টারীর সত্বধীকারী জামিল উদ্দিন।

সভায থেকে নেতৃবৃন্দরা বিয়ানীবাজারবাসীরা সমাজে ভালো কাজে সকল মানুষের পাশে থাকার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বাংলাদেশের অসহায় মানুষের সহায় হওয়া, দুর্যোগ মোকাবেলা সহ সমাজের দারিদ্রপিড়িত মানুষের সেবায় তাদের পাশে থাকার লক্ষ্য বিয়ানীবাজারবাসীকে এক প্লার্টফর্মে আসার জন্য এ সভা থেকে সকলের মতামত ও সিদ্ধান্তক্রমে বিয়ানীবাজারবাসীকে সু-সংগঠিত করার লক্ষ্য ১৩ বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

এতে আহবায়ক জয়নাল উদ্দিন, সদস্য সচিব জামিল উদ্দিন, সদস্য ইকবাল হোসেন, লুৎফুর রহমান, আলী আহমেদ, জামিল হোসেন, সালেহ আহমেদ, সারোয়ার আহমেদ, শাহীন আহমেদ, উজ্জল হাসান, জাকির হোসেন, মুজিবুর রহমান, আক্তার হোসেন কে নির্বাচিত করা হয়।

নির্বাচিত আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্য বিয়ানীবাজার বাসীকে একটি সুন্দর গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!