Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

মাতৃভাষা দিবস পালনে ২৬শে ফেব্রুয়ারী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা করতে যাচ্ছে ইতালীস্হ নোয়াখালী আওয়ামীলীগ

মিনহাজ হোসেন ইতালী থেকে: যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে রোমে নবগঠিত নোয়াখালী আওয়ামীলীগ ইতালী এক প্রস্তুতি সভা ও নৈশভোজের আয়োজন করেছে।

শুক্রবার রাজধানী রোমের সুন্দরবন রেস্টুরেন্ট হলরুমে নোয়াখালী আওয়ামীলীগ ইতালী আয়োজিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মজিদ বাবুল,
সাধারণ সম্পাদক ওমর ফারুক শিমুল এর পরিচালনায় সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা, আবুল কালাম খোকন, রায়হান কামাল, মাইনুদ্দিন লিটন হাজারী, রেজাউল করিম মিন্টু, মহি উদ্দিন, আব্দুর রহিম মিন্টু সহআরো অনেকেই।

সভায় নেতৃবৃন্দরা বলেন, আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিতে হবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি করা প্রয়োজন। তারা উপস্থিত সংগঠনের সকল নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে আগামী ২৬শে ফেব্রুয়ারী শনিবার তরপিনাত্তারা রসই রেস্টুরেন্ট হলরুমে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের সিদ্ধান্ত নেয়। এসময় দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীরা তাদের শিশুদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং ভাষা আন্দোলনের ইতিহাস জানানোর আহ্বান জানান।

পরিশেষে সংগঠনের নবাগত সভাপতি আবদুল মজিদ বাবুল উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামীতে নোয়াখালী আওয়ামীলীগ ইতালীর পক্ষ বাংলাদেশের আন্তর্জাতিক সকল দিবস পালন করার আহ্বান করেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!