সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 12:01:05 am, 2022-03-10 | দেখা হয়েছে: 13 বার।
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে খাদ্যপণ্যের কোন সঙ্কট নেই, যারা কৃত্রিমভাবে খাদ্য পণ্যের সঙ্কট তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত ১৯ দিনব্যাপি বইমেলার সমাপনী ও একুশে স্মারক সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।
চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রসাশক মোহাম্মদ মমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক কাউন্সিলর ড. নিসার উদ্দিন আহমদ মঞ্জু।
ড. হাছান মাহমুদ বলেন, যে সব অসাধু ব্যবসায়ী পণ্যমূল্য বাড়িয়ে যেমন দেশবিরোধী কাজ করছে, একইসঙ্গে বিএনপিও দেশবিরোধী কাজ করছে। বিএনপি আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছে পণ্যের মূল্য বাড়ানোর জন্য। আমরা নজর রাখছি। সরকার কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যব