Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

শেরপুরের ছেলে মেহেদী এখন ক্যারিয়ার জগতে

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেম্যাটিক ড্রামা দ্যা পারফিউম কিলার। এম.আই.মনির এর পরিচালনায় এই সিনেম্যাটিক ড্রামায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেরপুরের ছেলে মেহেদী হাসান। এছাড়া অভিনয় করেছেন স্বাগতা, সোহেল খান,মঞ্জুর হুমায়ুন, আতিকা, কাঞ্চন, শাকিল, সাইফুল এবং আরো অনেকে। চিত্রগ্রহণে ছিলেন শরীফ রানা। সম্প্রতি সিনেম্যাটিক ড্রামাটির পোষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান দ্যা কিং ফিল্ম। এই সিনেম্যাটিক ড্রামার পোস্ট পোডাকশনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। পবিত্র ঈদ-উল ফিতরে দেশের একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে এ্যাকশান ধাচের সিনেম্যাটিক ড্রামা দ্যা পারফিউম কিলার’।

নায়ক চরিত্রে অভিনয় করা শেরপুর সদরের নলবাইদ গ্রামের ছেলে মেহেদী হাসান এর আগে গুড বাই ,মাই লাভ’ নামে একটি সিনেমায় নায়ক চরিত্রে চুত্তিবদ্ধ হয়ে মহরত অনুষ্ঠান করেন, অনির্বায ̈ কারণে সিনেমাটি করা হয়নি তার। মঞ্চ নাটকে কাজের পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে কাজ করে যাচ্ছেন। এই তরুণ অভিনেতা শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শেষ করে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভারসিটি থেকে মার্কেটিং এ ,বিবিএ, এমবিএ শেষ করেছেন। অভিনয়ের পাশাপশি কাজ করছেন দেশের অন্যতম গ্রুপ অব কোম্পানী বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ,এ।

মেহেদী হাসান বলেন, ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল, অনুপ্রাণিত হয়েছিলাম প্রয়াত নায়ক মান্নার আম্মাজান সিনেমা দেখে। সেই ভালোবাসার জায়গা থেকে অভিনয়ে আসা। দ্যা পারফিউম কিলার আমার অভিনয় জীবনের সেরা একটি কাজ।

এটি সিনেম্যাটিক ড্রামা হিসেবেই মুক্তি পাচ্ছে, তবে নাটকের মতো হলেও এটি ভালোবাসার কাহিনী মিশ্রিত একশান ধাচের।‘দ্যা পারফিউম কিলার সমাজ ও রাষ্ট্রকে বতর্মানের সময়ের প্রেম ভালোবাসার সঠিক নির্দেশার ম্যাসেজ দিবে। এই সবার দেখা উচিৎ। তিনি আরও বলেন, আগামী দিনেও এ-ধরণের নাটকে অভিনয় করতে চাই যে ̧গুলো সমাজ পরিবর্তন ও সামাজে ইতিবাচক বার্তা দিবে।

আমি অভিনয়ের মাধ্যমে সমাজের সমস্যা গুলো পর্দায় দেখাতে চাই। আমি চাই চিরসবুজ বাংলাদেশ, যেখানে জয় হবে মানুষের, জয় হবে মনুষত্বের।