সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 01:03:28 pm, 2022-05-05 | দেখা হয়েছে: 24 বার।
স্টাফ রিপোর্টার-কালিহাতী: পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ঘুনী গ্রামে পিতা বনাম পুত্রের মধ্যকার ব্যাতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মে) বিকেলে ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।
এসময় ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সোহেল রানাসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিতা বনাম পুত্রের মধ্যকার এ প্রীতি ফুটবল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৬০ মিনিটের খেলায় ৩-৩ গোলে ম্যাচটি ড্র হয়। এসময় র্যাফরির দায়িত্ব পালন করেন স্থানীয় মান্নান।
এ ম্যাচটি দেখতে ভীড় করেন শত শত নারী-পুরুষ ফুটবলপ্রেমী দর্শক।
খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।