Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

ইতালিতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত: ঈদের দুই দিন সরকারি ছুটির দাবি

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: সোমবার ইতালিসহ ইউরোপের দেশগুলোতে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন প্রদেশে কমপক্ষে ৫০ টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রোমে প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিয়াচ্ছা ভিত্তোরিওস্থ জাতীয় ঈদগাহ মাঠে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন।

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ইতালি প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে খোলা মাঠে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবার করোনার বিধিনিষেধ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে প্রবাসীরা আনন্দিত।

বাংলাদেশ সমিতি ইতালির সার্বিক সহযোগিতায় ও জাতীয় ঈদ উদযাপন কমিটি ইতালির আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে নামাজ আদায়ে অংশগ্রহণ করেন জাতীয় ঈদ উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক হাজী নূরে আলম, আব্দুর রউফ ফকির, বাংলাদেশ সমিতি ইতালির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, সভাপতি আফতাব বেপারী, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অন্যতম নেতা, স্বদেশ বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন প্রমুখ।

নেতৃবৃন্দরা ঈদের দিন সরকারি ছুটি দাবি করে বলেন, ইতালিতে বিপুলসংখ্যক প্রবাসী ইসলাম ধর্মের অনুসারী। কাজেই অন্তত দুই ঈদে মুসলমানদের জন্য সরকারের ছুটি ঘোষণা করা উচিত। এই দাবি নিয়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানী রোমের লারগো প্রেনেস্তিনা, তরপিনাত্তারা পার্ক, মন্তেভেরদে, মন্তাতানিওয়ালা, তিবুরতিনা প্রভৃতি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মদিবসে ঈদ হওয়াতে অনেকেই ঈদের নামাজ আদায় করে ছুটেছেন কর্মস্থলে।

প্রবাস জীবনে ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও প্রবাসীদের মনে পড়ে দেশে থাকা স্বজনদের কথা।

খোলা মাঠে ঈদের জামাত ছাড়াও প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।‌এই ঈদের জামাত কভার করতে যাদের দেখা গেছে তাদের মধ্যে ছিলেন, এটিএন বাংলার ইতালি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, ৭১ টিভির প্রতিনিধি লাবণ্য চৌধুরী, এনটিভির ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান, চ্যানেল এস এর প্রতিনিধি মিনহাজ হোসেন, বাংলা টিভির রোম প্রতিনিধি হুমায়ুন কবির সহআরো অনেকে। ঈদের জামাত শেষে সাংবাদিকদের ঈদ আড্ডায় মেতে উঠতে দেখা যায়।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!