Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

সৈয়দ জগলুল পাশা একজন বিশ্ব জালালাবাদ।

গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন সৈয়দ জগলুল পাশা। বৃহত্তর সিলেটবাসীর অহংকার যার কথা লিখে শেষ করার মতো ক্ষমতা আমার নাই। তারপরও আমার নিজের অভিজ্ঞতা ও কাছে থেকে দেখা কিছু লেখার চেষ্টা করবো। সৈয়দ জগলুল পাশা একজন দক্ষ সংগঠক দেশ প্রেমিক এবং বিশেষ করে বৃহত্তর সিলেটবাসীর কাছের মানুষ সদালাপী উনার পরিবারের সবাই বিলেতে উন্নত জীবন যাপন করে অভ্যস্ত উচ্চ মর্যাদা পূর্ন পরিবারের সন্তান উনি। কিন্তু জনাব সৈয়দ জগলুল পাশা উনার পরিবার পরিজন লন্ডনে ছেড়ে দেশ ও বৃহত্তর সিলেটবাসীর জন্য উনি বাংলাদেশে বসবাস করেন। এখন আসি মূল সাংগঠনিক বিষয় সৈয়দ জগলুল পাশা যখন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাধারন সম্পাদক ও সি এম তোফায়েল সামি স্যার সভাপতি ছিলেন তত্কালীন সময়ে উনি উদ্বোগ নেন বহির্বিশ্বের কাছে জালালাবাদ এসোসিয়েশন বা বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে একই প্ল্যাটফর্মে তুলে ধরবেন এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বে সবাই কে নিয়ে কাজ করবেন। এজন্য তিনি বিশ্বের সকল সিলেটবাসীর সাথে যোগাযোগ শুরু করেন এবং একটি শ্লোগান যোগ করেন ভ্রাতৃত্বের মেলবন্ধনে বহির্বিশ্বে জালালাবাদবাসী। আস্তে আস্তে বহির্বিশ্বে এক এক দেশ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ প্রায় ১৭ বা ১৮টা দেশে জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠিত করেন এবং আজীবন সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। তারই ধারাবাহিকতায় জালালাবাদ এসোসিয়েশন ইতালী ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। আমার জানামতে এর পূর্বে বা পরে বহির্বিশ্বে অনেক দেশে জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। কিন্তু ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাথে কোন সেতুবন্ধন হয় নাই। একমাত্র মরহুম সি এম তোফায়েল সামি ও সৈয়দ জগলুল পাশা স্যার এর সময়ে বিশ্ব জালালাবাদ ঐক্যবদ্ধ হয়। সর্বশেষ ২০১৯ সালে বিশ্ব সিলেট উৎসব ইতালী ও ২০২০ সালের জানুয়ারি মাসে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আয়োজনে এবং সৈয়দ জগলুল পাশা ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর অক্লান্ত পরিশ্রমে বিশ্বের জালালাবাদবাসী ঢাকায় একত্রিত হয়ে জালালাবাদ প্রবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়। তাই জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য বৃন্দের কাছে আমরা অনুরোধ করবো। জালালাবাদ এসোসিয়েশন বা বৃহত্তর সিলেটবাসীর পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী ১৮ই জুন জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সৈয়দ জগলুল পাশা স্যার সহ যোগ্য ব্যক্তিদের কে আপনার মূল্যবান রায় দিয়ে জয় নিশ্চিত করবেন। সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।

অলিউদ্দিন শামীম,
প্রতিষ্ঠাতা সভাপতি জালালাবাদ এসোসিয়েশন ইতালী
আজীবন সদস্য জালালাবাদ এসোসিয়েশন ঢাকা।
সদস্য নং ১৫৫৭

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!