Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

ইতালিতে পালমা, সানজোন্নার, সানজুসেপ্পে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পালমা, সানজোন্নারো, সানজোসেপ্পে নাপোলীর শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৃহত্তর সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রবাসীদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার সন্ধ্যায় নাপোলির স্হানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালমা সানজোন্নারো সানজোসেপ্পে শাখার সভাপতি আব্দুল গনির, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদ আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব হোসাইন, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, শ্রমিক দলের সভাপতি লিটন আহমদ , সদস্য মনির হোসেন, সদস্য সানা উল্লাহ সহআরো অনেকেই।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ সময় তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় নেতৃবৃন্দরা দেশে ও বিদেশের প্রত্যক সংগঠন ও‌ জিয়ার আদর্শের সৈনিকদের বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করার আহবান জানান। এবং আগামীতে সকল জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধ থেকে বেগম জিয়া ও তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী করারও আহ্বান জানান‌।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!