Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

নাপলি মহানগ আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসটি  ধারাবাহিকতায় ইতালি নাপলির মহানগ আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার  স্থানীয় একটি হলে আলোচনার সভা ও দো'আ মাফিল আয়োজন করা হয়।

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ইসস্কাদর আলী সাধারণ সম্পাদক সৈয়দ রাজিবের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি নাপলি আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দীন নাদিম বেপারী।

এসময় বিশেষ অতিথি ছিলেন নাপলি আওয়ামীলীগের সহ- সভাপতি জয়নাল আবেদীন( হাজারী) সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস হাওলাদার,কাছানতিনো কমোনের সভাপতি আলী আকবর সানজারনারো সভাপতি মোসারফ হাওলাদার আরো বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় দলের সহ- সভাপতি  জয়নাল আবেদীন (হাজারী) বিএনপি ও জামাতের কড়া সমালোচনা করে বলেন মিথ্যা দিয়ে শুরু মিথ্যাই তাদের সম্বল তাই তাদের মিথ্যাচার থেকে বাচতে আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দদের সজাগ থাকতে হবে,পরিশেষে হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া জাকির বঙ্গবন্ধুর স পরিবারের জন্য দো'আ ও শান্তি কামনা করেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!