সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 10:01:07 pm, 2023-01-19 | দেখা হয়েছে: 8 বার।
আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:শেরপুর জামায়াতে ইসলাম ও সহযোগী সংগঠনের তিন নেতা কর্মিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত ব্যাক্তিরা হলেন, সদর উপজেলার দিগারপাড় এলাকার মৃত মফিজ উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৬০) মধ্য কুমারী গ্রামের মৃত ইদ্রিস আলির পুত্র হাসেম আলি (৪১) ও বালিয়া এলাকার মৃত হামিদের পুত্র মাহমুদুল হাসান মিলন (২৪) তাদের মধ্যে আনোয়ার হোসেন জেলা জামায়াতে ইসলামির সদস্য, মিলন জেলা ছাত্র শিবিরের সদস্য।
জেলা গোয়েন্দা ডিবি অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দিগারপাড় মহল্লার রাইস মিলের সামনে এই নেতাকর্মীরা নাশকতা কর্মকান্ড পরিকল্পনা করছিলেন। বিষয়টি জানতে পেরে
ডিবি পুলিশ তিন জনকে আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায় তিন জনকে ধরে ফেলেন।
জেলা গোয়েন্দা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, রিমান্ডের আবেদন সহ গ্রেফতার কৃত ব্যাক্তিদের আদালতে প্রেরন করা হয়েছে।