সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 08:56:49 pm, 2023-01-22 | দেখা হয়েছে: 7 বার।
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :"পাশে আছি সবসময়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীর ডেফলাই গ্রামের বেদেপল্লীতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, জেলা পুলিশের আয়োজনে শীতার্ত বেদেদের মাঝে শীত বস্ত্র্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি রোববার বিকেলে বেদেপল্লীতে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে ও এএসআই আতিকুর রহমানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) সোহেল মাহমুদ।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার উল্লাহ, সেক্রেটারী আলহাজ একএম বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন, ইউপি সদস্য জোসনা বেগম, থানার অন্যান্য অফিসার, এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০টি বেদে পরিবারকে ৮০টি কম্বল প্রদান করা হয়।