সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:05:07 pm, 2023-01-22 | দেখা হয়েছে: 10 বার।
আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফকির পাড়ায় 'হযরত আলী ফকির দাখিল মাদরাসা'র ২০২২ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও হাফেজ গণের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২১ জানুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ইঞ্জি. মোঃ শরাফত আলী ফকির এর সভাপতিত্বে এ্যাড. আলমগীর কিবরিয়া কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক গাজিরখামার ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার, এ্যাড. এম.কে মুরাদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোজাম্মেল হক, ইউপি সদস্য আরিফুর রহমান, সাবেক ইউপি মেম্বার এমদাদুল হক, সমাজ সেবক কাজী সরুয়ার জাহান, ইমাম মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আখেরুজ্জামান সেলিম, আব্দুল আওয়াল ফকির, ফকির মোঃ হেলাল মাস্টার, ফকির মোঃ মামুনুর রহমান, শ্যামল খাজা, আরিফুর রহমান প্রমূখ।
বক্তারা মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অধিকতর জ্ঞানী হওয়ার পরামর্শ দেন। এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভায় মাদ্রসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অত্র মাদরাসা'র ২০২২ সালের দাখিল পরিখায় উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।