Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ব্যানারে আওয়ামী লীগ নেতাদের নাম না থাকায় অনুষ্ঠান বাদ // মুক্তিযোদ্ধাকে অপমানের অভিযোগ (95)        নালিতাবাড়ীতে প্রধান শিক্ষকের অফিস তালাবদ্ধ ও হত‍্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন (95)        ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং। (95)        নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        শেরপুরে আতিক এমপি'র উদ্যেগে হাজী সম্মেলন অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীর কানযুল উলুম ইন্টারন‍্যাশনাল হিফজ মাদ্রাসায় দোয়া পুরস্কার বিতরণ (95)        নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন (95)      

সেরা ১০০ জন ফুটবলারের তালিকায় মেসি নাম্বার ওয়ান

ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ প্রতিবছরই ফুটবল মাঠের সবদিক বিবেচনা করে সেরা ১০০ জন ফুটবলার বেছে নেয়। এরই ধারাবাহিকতায় ২০৬ জনের নির্বাচক প্যানেল এবার সেরা ১০০ জন ফুটবলারের তালিকা তৈরি করেন। যেখানে গার্ডিয়ানের চোখে এবারের বর্ষসেরা ফুটবলারের শিরোপা জিতে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

২০২২ সালের ফুটবলাঙ্গন ছিল নানান ঘটন-অঘটন ও নাটকীয়তায় ঠাসা। মরুর বুকে শুরুতে হোঁচট খেয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা উঁচু করে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১৪ সালে সোনালি ট্রফির কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলেন লা পুলগা। তারপর সেই স্মরণীয় মুহূর্ত ধরা দেয় কাতারে। নিজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন, সঙ্গে নিজে জিতেছেন গোল্ডেন বুট। ইতিহাসের একমাত্র তারকা হিসেবে বিশ্বকাপের দুইটি গোল্ডেন বুট জয়ী ফুটবলার এখন মেসি।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় মেসি ছাড়াও সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (২য়), করিম বেনজেমা (৩য়), আরলিং হল্যান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)। এই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার রয়েছেন ১২তম স্থানে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম স্থানে।

তাছাড়াও দ্য গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় সেরা দশের মধ্যে রয়েছেন কেভিন ডি ব্রুইনে, রবার্ট লেভানডভস্কি, ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্তোয়া ও মোহাম্মদ সালাহ। সেরা ১০০ জনের তালিকায় ম্যানসিটির ১২, রিয়াল মাদ্রিদের ১১, লিভারপুলের ৯, ম্যানইউ-পিএসজি-বার্সেলোনার ৫ জন করে ফুটবলার রয়েছেন।