Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ব্যানারে আওয়ামী লীগ নেতাদের নাম না থাকায় অনুষ্ঠান বাদ // মুক্তিযোদ্ধাকে অপমানের অভিযোগ (95)        নালিতাবাড়ীতে প্রধান শিক্ষকের অফিস তালাবদ্ধ ও হত‍্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন (95)        ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং। (95)        নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        শেরপুরে আতিক এমপি'র উদ্যেগে হাজী সম্মেলন অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীর কানযুল উলুম ইন্টারন‍্যাশনাল হিফজ মাদ্রাসায় দোয়া পুরস্কার বিতরণ (95)        নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন (95)      

অবশেষে জামিনে মুক্ত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা পাইলট

 কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:প্রায় দুই মাস কারাভোগের পর ৫ মামলায় জামিনে মুক্ত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট । বুধবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে  তিনি মুক্তি পান। মুক্তির পর কারাগারের গেটে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দগন পাইলটকে ফুল দিয়ে বরণ করেন। 

তার বাড়ি হচ্ছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে। ওই গ্রামের মুহাম্মদ সিরাজ উদ্দিন মন্ডল ও মৃত হাসনা হেনা দম্পতির একমাত্র পুত্র সন্তান।

প্রসঙ্গত, গত বছরের ৭ই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন বিএনপি সমর্থক নিহত এবং পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর রাতের বেলা পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতাকর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের।

৭ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মুহাম্মদ এজমল হোসেন পাইলটসহ সিনিয়র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের প্রায় তিনশতাধিক নেতাকর্মীদের আটক করে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকার ডিবি কার্যালয়ে। পরদিন মুহাম্মদ এজমল হোসেন পাইলটকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারেই ছিলেন। গত  বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে জামিনে মুক্তি পেলেন।