Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ব্যানারে আওয়ামী লীগ নেতাদের নাম না থাকায় অনুষ্ঠান বাদ // মুক্তিযোদ্ধাকে অপমানের অভিযোগ (95)        নালিতাবাড়ীতে প্রধান শিক্ষকের অফিস তালাবদ্ধ ও হত‍্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন (95)        ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং। (95)        নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        শেরপুরে আতিক এমপি'র উদ্যেগে হাজী সম্মেলন অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীর কানযুল উলুম ইন্টারন‍্যাশনাল হিফজ মাদ্রাসায় দোয়া পুরস্কার বিতরণ (95)        নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন (95)      

পাখি সংরক্ষণে অবদান রাখায় শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি পেলেন বিশেষ পুরস্কার

শেরপুর প্রতিনিধি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ আয়োজিত পাখিমেলা-২০২৩ এ পাখি সংরক্ষণে অবদানের জন্য শেরপুর বার্ড কনজারভেশন সোইসাইটকে ‘বিশেষ পুরস্কার’ প্রদান করা হয়েছে। ০৩ ফেব্রুয়ারি শুক্রবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পাখিমেলায় এ পুরস্কার দেয়া হয়। পাখিমেলার সহ আয়োজক হিসেবে ছিলো আরণ্যক ফাউন্ডেশন, বাংলাদেশ বার্ড ক্লাব, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, বাংলাদেশ বন বিভাগ, জুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এবং ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার। শেরপুর জেলায় বন্যপাখি শিকার বন্ধ, পাখির আবাসস্থল রক্ষায় সচেতনতা তৈরী, পাখি বিষয়ক নিউজলেটার ‘আমাদের পাখি’ প্রকাশ, জেলায় পাখির চেকলিস্ট তৈরিসহ বিভিন্ন কাজের জন্য এ পুস্কার প্রদান করা হয়। উল্লেখ্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পাখিমেলা থেকে এই প্রথম কোনো সংগঠনকে এ পুরস্কার দেয়া হলো। এদিকে পাখি সংরক্ষণে অবদান রাখায় এ বিশেষ পুরস্কায় পাওয়ায় পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার পক্ষ থেকে সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মারুফুর রহমান শেরপুর বার্ড কনজারভেশন সোইসাইটর সকল কর্মকর্তা ও সদস্যকে অভিনন্দন জানিয়োছন।