Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ব্যানারে আওয়ামী লীগ নেতাদের নাম না থাকায় অনুষ্ঠান বাদ // মুক্তিযোদ্ধাকে অপমানের অভিযোগ (95)        নালিতাবাড়ীতে প্রধান শিক্ষকের অফিস তালাবদ্ধ ও হত‍্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন (95)        ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং। (95)        নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        শেরপুরে আতিক এমপি'র উদ্যেগে হাজী সম্মেলন অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীর কানযুল উলুম ইন্টারন‍্যাশনাল হিফজ মাদ্রাসায় দোয়া পুরস্কার বিতরণ (95)        নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন (95)      

নালিতাবাড়ীতে এসএসসি ৯৭ ব্যাচের ছাত্র-শিক্ষক মিলন মেলা ও সম্মাননা প্রদান

আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার :শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ব্যাচ ৯৭ এর রজত জয়ন্তি উপলক্ষে ছাত্র-শিক্ষক মিলন মেলা ও ৫৬ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার হিসাবে স্যাল চাদর দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) নালিাতাবাড়ী উপজেলা অডিটরিয়ামে দিনব‍্যাপী ১৯৯৭ সালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদরাসার অবসপ্রাপ্ত ও বর্তমানে কর্মরত ৫৬ জন শিক্ষককে সম্মননা, উপহার প্রধান, স্মৃতি চারণ মূলক বক্তব্য ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শাহাদত হোসেন খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ৯৭ বন্ধু আবুসিনা মোহাম্মদ জোবায়ের। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু যোগেন চন্দ্র রায়, তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার আবুল কাশেম, তারাগঞ্জ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুদ করিম প্রমুখ।
শিক্ষকগণ তাদের বক্তব্যে অনেকেই আবেগ আপ্লুত হয়ে ২৫ বছর পরে শিক্ষার্থী আমাদের স্বরনে রেখে সম্মনা দেওয়া নালিতাবাড়ীতে এই প্রথম বলে তারা উল্লেখ করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রিয স্যারকে কাছে পেয়ে বিভিন্ন স্মৃতিচারণ মূলক কথা ও ছবি তুলতে মেতে উঠে।
ছাত্র-শিক্ষক মিলন মেলায় শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে সাব্বির আহমেদ বাধন, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের পক্ষে আকিকুল ইসলাম, তারাগঞ্জ ফাজিল মাদরাসোর পক্ষে আব্দুল হান্নান। ১৯৯৭ এসএসসি/দাখিল পরিক্ষার্থী এমন ১৫৭ জন নিবন্ধন করে অনুষ্ঠানে অংশ নেয়।
র‍্যাফেল ড্র এর মাধ্যমে আয়োজকদের পক্ষে এসএসসি ব্যাচ ৯৭ বন্ধু সাংবাদিক আব্দুল মোমেন সকলকে ধন্যবাদ দিয়ে বর্ণিল এই অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!