সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 02:41:59 am, 2023-02-06 | দেখা হয়েছে: 25 বার।
শেরপুর প্রতিনিধি ;না ফেরার দেশে চলে গেলেন শেরপুরের শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া এলাকার বাসিন্দা বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী। রোববার (৫ ফেব্রুয়ারি) সাড়ে রাত ৯টায় দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি ৩ ছেলে, এক মেয়ে ও স্ত্রী আর আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সরকার কোনো যোদ্ধাকে যুদ্ধে বীরত্বের স্বীকৃতির জন্য একই পদক দুইবার প্রদান করলে তার নামের শেষে ‘বীরত্ব’ উপাধি লেখার পর প্রথম ব্রাকেটে ‘বার’ লেখার নিয়ম স্বীকৃত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ‘জহুরুল হক মুন্সী’ একমাত্র এই বিরল উপাধি পাওয়া বীরপুত্র!
তার মৃত্যুর সংবাদ শোনে এক নজর তাকে দেখতে যান শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ও প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আর তার সহযোদ্ধাসহ স্থানীয়রা। এ সময় এই বীরত্বে গাঁথা মুক্তিযোদ্ধার পরিবার সহ তার মরদেহ দেখতে আসা লোকজনের মাঝে নেমে আশে শোকের ছায়া।