সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 05:59:30 am, 2023-02-08 | দেখা হয়েছে: 18 বার।
নিউজ ডেস্কঃ শেরপুরে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত হয়েছে। ৭ফেব্রুয়ারী (মঙ্গলবার) শহীদ মুক্তিযোদ্ধা স্নৃতি ইনডোর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় বীর মুক্তিযুদ্ধা নিজামউদ্দিন আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন বাস্তবায়ন কমিটির আয়োজনে আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুক্তাদিরুল আহমেদ।
এসময় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামীলীগের নবাগত সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু,ও জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। জেলা কৃষক লীগের সভাপতি আঃ কাদের
এবং শেরপুর জেলা কৃষকলীগ এর সাধারন সম্পাদক আসাদুজ্জামান লেবু প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে শহীদ দারোগ আলী পৌর স্টেডিয়ামের ইন্ডোর মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।