Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ব্যানারে আওয়ামী লীগ নেতাদের নাম না থাকায় অনুষ্ঠান বাদ // মুক্তিযোদ্ধাকে অপমানের অভিযোগ (95)        নালিতাবাড়ীতে প্রধান শিক্ষকের অফিস তালাবদ্ধ ও হত‍্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন (95)        ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং। (95)        নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত হলেন (95)        শেরপুরে আতিক এমপি'র উদ্যেগে হাজী সম্মেলন অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীর কানযুল উলুম ইন্টারন‍্যাশনাল হিফজ মাদ্রাসায় দোয়া পুরস্কার বিতরণ (95)        নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন (95)      

শেরপুরে এক দিনেই অর্ধশতাধিক বিয়ে সম্পন্ন !

আমিরুল ইসলাম, প্রধান প্রতিবেদক:শেরপুর জেলা শহরে প্রায় অর্ধশত হিন্দু বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ মার্চ রাতে একই দিনে একসঙ্গে এত বিয়ে অনুষ্ঠিত হওয়ায় দেখা দেয় পুরোহিত সংকট।

একই দিনে অর্ধশত বিয়ের কারণ হিসেবে জানা যায়, ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলা ১৪২৯ সনের চৈত্র মাস। সাধারণত চৈত্র মাসে হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েদের বিয়ে হয় না। তাই ২৪ ফাল্গুন বৃহস্পতিবার রাতে জেলায় প্রায় অর্ধশত হিন্দু বিয়ে অনুষ্ঠিত হয়।

এদিন বিয়েবাড়ি ও কমিউনিটি সেন্টারগুলো বাদ্য বাজনায় মুখর ছিল। পাশাপাশি শহরে বিপুলসংখ্যক বরযাত্রীর আগমন ঘটে। বিভিন্ন জায়গা থেকে আসা বরযাত্রীদের রাত যাপনের জন্য শহরের আবাসিক হোটেলগুলো ছিল পরিপূর্ণ। একদিনে অনেকগুলো বিয়ে অনুষ্ঠিত হওয়ায় বাদ্যযন্ত্রীদের ব্যাপক চাহিদা বেড়ে যায়।

শুক্রবার ১০ মার্চ সকালে পুরোহিত বাবলু গোস্বামী গণমাধ্যমকে বলেন, কথায় আছে, শুভ কাজে বিলম্ব করতে নেই। চৈত্র মাসে হিন্দুদের বিয়ে হয় না। আর ফাল্গুন মাসের শেষ দিনটিতে বিয়ে না হলে ছেলেমেয়ের অভিভাবকদের প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। এতে অনেক সময় নানা ধরনের বাধাবিপত্তি আসতে পারে। তাই এ চিন্তা মাথায় রেখে ছেলেমেয়ের অভিভাবকেরা বৃহস্পতিবারের শুভ দিনটিকে কাজে লাগিয়েছেন।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!