সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 08:53:29 pm, 2023-03-11 | দেখা হয়েছে: 11 বার।
আমিরুল ইসলাম, প্রধান প্রতিবেদক:শেরপুরের নালিতাবাড়ীতে তৈয়বুল হক মডেল মাদ্রাসার সাইন বোর্ড স্থাপন করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নন্নী ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় সাবেক চেয়ারম্যান মরহুম তৈয়বুল হক মডেল মাদ্রাসার সাইন বোর্ড স্থাপন করা হয়। এউপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির জমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম তৈয়বুল হক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, সমাজ সেবক ও দানবীর মোঃ মঞ্জুরুল হক।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নন্নীবাজার বায়তুুল আমান মার্কাজ মসজিদের খতিব ও ইমাম মুফতি সালমান মুনীর, ছানি ইমাম মাওঃ জহুর উদ্দিন, নিশ্চিন্তপুর মাদ্রাসার অধ্যক্ষ হাতেম আলী, নন্নী ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি মাহমুদুল হক খোকন, আবু সাঈদ মাষ্টার, নন্নীবাজার মসজিদের সাবেক খতিব ও ইমাম মাওঃ হাফিজুর রহমান, মুফতি আলমগীর হোসাইন প্রমুখ।
এতে এলাকার বিভিন্ন মহলের লোকজন অংশ নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠাতার ভূয়সি প্রশংসা করেন।
দ্বিনী প্রতিষ্ঠানটির জমি দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ মঞ্জুরুল হক বলেন, আল্লাহ্ ও রাসুল (সাঃ) এর সন্তুষ্টির জন্য আমার স্বপ্ন ছিলো ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে ধর্মিয় প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে অত্র এলাকার ছেলে-মেয়েরা কোরান-হাদিসের পুর্ন জ্ঞান অর্জন সহ জেনারেল শিক্ষায় ডিগ্রি নিয়ে কারো মুখাপেক্ষি না হয়ে জীবন চালাবে। মাদ্রাসাটি কালেকশন মুক্ত, দক্ষ কমিটি ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে। আমি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।