সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 04:49:39 pm, 2023-03-17 | দেখা হয়েছে: 11 বার।
নিউজ ডেস্ক: "স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও 'জাতীয় শিশু দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে । আজ শুক্রবার (১৭ মার্চ) জেলা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার,পুলিশ সুপার মো.কামরুজ্জামান বিপিএম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব)সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ছানুয়ার হোসেন ছানু,সদর উপজেলা নির্বাহী অফিসার মেনহাজ ফেরদৌস,জেলা মুক্তিয়োদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ স ম নূরুল ইসলাম হিরু,সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সভাপতি মো.রফিকুল ইসলাম,শেরপুর প্রেসক্লাব,আওয়ামীলীগ,যুবলীগ,
পরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও 'জাতীয় শিশু দিবস-২০২৩' উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।