সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 05:00:04 pm, 2023-03-17 | দেখা হয়েছে: 13 বার।
নিউজ ডেস্কঃ শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেনকে গ্রেফতার করেছে শেরপুর (গোয়েন্দা)ডিবি পুলিশ।দলীয় সূত্রের দাবী গতকাল ১৫ মার্চ বুধবার বিকালের দিকে শেরপুর সরকারি কলেজে চলা ডেমোক্রাইসি ইন্টারন্যাশনাল এর একটি কর্মসূচি চলছিল।ওই কর্মসূচির রাজনৈতিক ফেলো , মাস্টার টেইনার ও আলোচক ছিল ছাত্রদল সভাপতি শওকত।সেই কর্মসূচি থেকে শওকতকে পুলিশ গ্রেফতার করে।বিএনপি সভাপতি মাহমুদল হক রুবেল বলেছেন সম্প্রতি শেরপুরে বেশ কয়েকটি গায়েবি মামলায় বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে।আতংক সৃস্টি এমন একটি গায়েবি মামলায় ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।কোন মামলায় শওকতের নামে গ্রেফতারী পরোয়ানা ছিল না।
আদালত সূত্রে জানা গেছে গত ৬মার্চ পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় বিস্ফোরক আইনের ৪/৫/৬ ও তৎসহ দন্ডবিধির ১৪৩/৩৪ ধারায় মামলার সন্দেহ ভাজন অভিযুক্ত ছিল শওকত হোসেন।প্রাথমিক তথ্য বিবরণীরত শওকতের নাম না থাকলেও অভিযোগ ছিল।আজ বৃহস্পতিবার দুপুরে শওকতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।আদালত রিমান্ড শুনানীর তারিখ রেখে শওকতকে জেল হাজাতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
শেরপুর ডিবি পুরিশের ওসি মুমফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে অনেক কিছু জানা যাবে।