Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

নালিতাবাড়ীতে প্রধান শিক্ষকের অফিস তালাবদ্ধ ও হত‍্যার হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন

আমিরুল ইসলাম, প্রধান প্রতিবেদক:শেরপুরের নালিতাবাড়ীতে নিয়োগ সংক্রান্ত জের ধরে এক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি ও তার অফিস তালাবদ্ধ করার প্রতিকার পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা শহরে মরহুম অধ‍্যক্ষ আবু তাহেরের মার্কেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপজেলার কদমতলী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ১২ জানুয়ারি বিদ‍্যালয়ে চতুর্থ শ্রেনীর ৪জন কর্মচারী নিয়োগের জন‍্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ২৮ জন প্রার্থী আবেদন করেন। গত ৮ মার্চ উপজেলা হলরুম মেঘমালায় উক্ত নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেরদিন হঠাৎ আমার হার্টের সমস‍্যা দেখা দিলে ময়মনসিংহ গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হই। নিয়োগ বোর্ডে অনুপস্থিত থাকায় আমাকে বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি কারন দর্শানোর নোটিশ দিলে আমি সন্তোষ জনক জবাব দাখিল করি।

নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে অত্র বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস‍্য সাইদুল ইসলাম, জামায়াত ইসলামী সমর্থিত শিক্ষক মোস্তফা ফারুক ও মোস্তফা কামাল আমার অফিস কক্ষের পুর্বের তালা ভেঙ্গে নতুন ২টা তালা লাগিয়ে দেয়। ফলে আমার অফিস কার্য পরিচালনা সহ নানা সমস্যা দেখা দিয়েছে।

এঘটনাকে কেন্দ্র করে আমার বিদ‍্যালয়ের দুই শিক্ষক ও কমিটির ১ সদস‍্য মিলে আমাকে মারপিট সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষকের সাথে স্থানীয় রতন মিয়া, বিল্লাল হোসেন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এব‍্যাপারে অভিযুক্ত কদমতলী উচ্চ বিদ‍্যালয় কমিটির সদস‍্য সাইদুল ইসলাম বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা সভাপতি জানেন। এনিয়ে শিক্ষক মোস্তফা ফারুক ও মোস্তফা কামালের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে কয়েকবার কল দিলেও রিসিভ করেননি।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!