Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে মামলা

শেরপুর প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। আজ ২৩ মে সোমবার দুপুরে শেরপুর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের এজলাসে ছানু স্ব-শরীরে উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে  রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে।
মামলায় বাদী ছানুয়ার হোসেন ছানু নালিশ করেন বলেন, অভিযুক্ত আবু সাইদ চান শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি শেখ হাসিনার পক্ষে একজন সংক্ষুব্দ করবে। চাদ আইন অমান্যকারী ও সন্ত্রাসী। ‘সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ চাদের এমন বক্তব্য কুরুচিপূর্ণ, মর্যাদাহানীকর ও রাষ্ট্র সার্বভৌমত্তে¡র জন্য হুমকি। যা উসকানিমূলক, বিগ্নসৃষ্টিকারী ও প্রধানমন্ত্রীর জীবনের জন্য হুমকি। এমন রাষ্ট্রদ্রোহ বক্তব্যের জন্য অভিযুক্ত চাদকে গ্রেফতার ও সুবিচারে জন্য আমি মামলা দায়ের করলাম।
মামলার পর এক প্রেস বিফ্রিংয়ে ছানু জানান, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ায় চাদকে আইনের আওতায় এনে দ্রæত তাকে শাস্তি দেয়া হোক, এটা আমাদের সকলের কাম্য।পরবর্তি ব্যবস্থা গ্রহনের জন্য আদালত সংশ্লিষ্ঠদের নির্দেশ দিয়েছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!