Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর

আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : :শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি'র ব‍্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, উপজেলা মাধ‍্যমিক শিক্ষক সমিতি'র নির্বাচন শনিবার ৩ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলার মাধ্যমিক বিদ‍্যালয়ের ৩৮২ জন শিক্ষকের মাঝে নির্বাচনে ৩৭০ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে বাঘবেড় উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান চেয়ার প্রতিকে ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উত্তর নাকশি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ছাতা প্রতিকে ১৮২ ভোট পান।

সম্পাদক পদে তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক মশিউর রহমান (মুছা) বই প্রতিকে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক তৌহিদুর রহমান খোকন দেয়াল ঘড়ি প্রতিকে ১৭৬ ভোট পান।

সহ-সভাপতি পদে মধ‍্য নালিতাবাড়ি উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ হামিদ টেলিভিশন প্রতিকে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নয়াবিল উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম মোবাইল প্রতিকে ১৭১ ভোট পান।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন। এসময় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সাংবাদিকসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য - মোট ১২ পদের মধ‍্যে সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপুর্বে কোষাধ‍্যক্ষ সহ ৮ জন সদস‍্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দগণ শিক্ষকদের সুখে-দুখে পাশে থাকার জন‍্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।