Image Not Found!
ঢাকা   ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

ঝিনাইগাতীতে শিশু ধর্ষক ফয়সালের ফাঁসি ও সহযোগী মোশারফকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

শেরপুর জেলা প্রতিনিধি  : শেরপুরের  ঝিনাইগাতীতে ৩য় শ্রেনিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ফয়সালের ফাঁসি ও সহযোগী মোমারফকে দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।২৫ আগষ্ট শুক্রবার বিকেলে উপজেলার ফাকরাবাদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
ধর্ষক ফয়সাল ঝিনাইগাতী সদরের আব্দুল সামাদ ওরফে নজরুলের ছেলে। সহযোগী মোশারফ উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।
 
জানা গেছে, গত ১৯ আগষ্ট শনিবার  উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামে ফয়সাল তার নানার বাড়ীতে বেড়াতে আসে। সেদিন বিকালে প্রতিবেশি মোহাম্মদ আলীর ৩য় শ্রেনিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে আসে। 
 
এসময় ফয়সাল তার খালাতো ভাই মোশারফ হোসেনের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে।  এসময় ভিকটিমের পরিবারকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেয় স্থানীয় কয়েকজন সুবিধাভোগী। পরে আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসক দ্বারা ভিকটিমের ক্ষতস্থানে ৩টি সেলাই করে। 
 
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের পরিবার বিষয়টি থানা পুলিশ ও সাংবাদিকদেরকে জানালে ২২ আগষ্ট মঙ্গলবার রাতে ধর্ষিত শিশুকে উদ্ধার সহ  ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। 
 
এ ব্যাপারে ভিকটিমের বাবা মেহাম্মদ আলী বাদি হয়ে ধর্ষক ফয়সাল ও সহযোগী মোশারফকে বিবাদী করে থানায় মামলা দায়ের করে। 
 
এ ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মমিন হোসেন, ইমান আলী মুন্সি ও তানজিৎ সহ অনেকে। বক্তারা ধর্ষক ফয়সালের ফাঁসি ও সহযোগী মোশারফকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। মানববন্ধনের আগে সমবেত জনতা সেখানে বিক্ষোভ মিছিল করে।