Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

নালিতাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন দে রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত

আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :শেরপুরর নালিতাবাড়ী পৌর শহরের কাচারিপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দে আর নেই। তিনি শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময় কাচারিপাড়া গঙ্গামাতার মন্দির প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান ক‌রেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

এসময় উপ‌স্থিত ছি‌লেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধাগণ, জনপ্রতিনিধিসহ এলাকার জনসাধারণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন‍্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরে পৌর মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।