সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 05:26:15 pm, 2023-08-27 | দেখা হয়েছে: 41 বার।
মোঃ আজিনুর রহমান (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে আন্ধারুপাড়া নয়াবিল একাদশ ট্রাইবেকার ৩-১ গোলে বটতলা মিশনকে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়ে ছিলো।
খেলাটি অনুষ্ঠিত হয় ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে। খেলা পরিচালনা করেন ফারুক আহমেদ ও মজনু মাস্টার।
সমাজসেবক দরবেশ আলীর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ মাওঃ জামাল উদ্দিন, প্রিয় অতিথি হিসেবে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল দলের কোচ ফিরোজ আলম ও উর্ধ্বসিড়ি ক্রীড়াচক্রের সভাপতি আহমেদ আলী মাষ্টার উপস্থিত ছিলেন।
খেলায় ইউপি মেম্বারগণ সহ দুর-দুরান্তের কয়েকশ ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।