Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

নালিতাবাড়ীতে ৪র্থ শ্রেণির শিক্ষাথী ধর্ষণ

মোঃ আজিনুর রহমান, (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে ৪র্থ শ্রেণির এক শিশু ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা করেছে। ভিকটিমকে মেডিক্যালে পাঠানো হয়েছে।

শিশুটির পরিবার, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া রাতকুচি গ্রামে জাবেদ আলীর শিশুকে জোড়পূর্বক ধর্ষণ করে আন্ধারুপাড়া গ্রামের মো: ফিরুজ মিয়া(৫৫)। ওই শিশু আন্ধারুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন শিক্ষার্থী। ২৩ আগষ্ট সকালে শিশুটি বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এ সময় ফিরুজ মিয়া জাবেদ আলীর খালি ঘরে প্রবেশ করে জোড়পূর্বক ওই শিশুকে ধর্ষণ করে। একই গ্রামের মগর আলীর পুত্র দুলাল মিয়া হঠাৎ ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ঘরের দরজা খুলতেই উভয়কে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে ফিরুজ মিয়া ভয়ভীতি প্রদর্শন পূর্বক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর থেকেই ফিরুজ গা ঢাকা দিয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এমদাদুল হক বলেন-শিশু ধর্ষণের ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। ভিকটিমকে মেডিক্যাল করার জন্য পাঠানো হয়েছে। মেডিক্যাল শেষে বুঝা যাবে সে ধর্ষিত কি-না। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।