Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

নালিতাবাড়ীতে এতিমখানার শিক্ষার্থীকে পিটিয়ে আহত

মোঃ আজিনুর রহমান, (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে এতিমখানার এক এতিম শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে এক শিক্ষক। নানা কৌশলে ঘটনাটি ধামাচাপা দেয় কর্তৃপক্ষ।

জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা মহল্লায় ‘গড়কান্দা এতিমখানা’ নামে এই প্রতিষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থী নূরানি, নাজেরা ও হিফজ বিভাগে শিক্ষা গ্রহণ করে আসছে। সহপাঠিদের সাথে নাজেরা বিভাগে নিয়মিত পাঠদান করে আসছে কাপাসিয়া গ্রামের মৃত আ: রশিদের পুত্র মো: ওলি উল্লাহ(১২)। ওলি উল্লাহ সহপাঠিদের সাথে মাদরাসার মেঝে ঝাড়ু–দেয়। ঝাড়– শেষে হুজুর আবু নাঈম দেখতে পায় কিছু ময়লা রয়ে গেছে। এতে রাগান্বিত হয়ে হুজুর নাঈম শিক্ষার্থী ওলি উল্লাহর ডান হাতে বেত দিয়ে চারটি আঘাত করে। ঘটনার কয়েকদিন পর ওলির হাত ফুলে জখমটি দেখা যায়। টের পেয়ে মাদ্রাসা কতৃপক্ষ গত ৪ আগস্ট ওলি উল্লাহকে ডাক্তার মশিউর রহমান মানিকের কাছে চিকিৎসা করান। ওলিকে বাড়িতে এবং হুজুরকেও বাড়িতে পাঠিয়ে দেয় মাদ্রাসা কতৃপক্ষ। পরে গত ১৭ আগস্ট থেকে ওই ছাত্রকে অর্থোপেডিক্স ডাক্তার মনিরুজ্জামান মনির এর চিকিৎসাধীন রাখা হয়।
এদিকে এতিমখানা কতৃপক্ষ আঘাতকারী শিক্ষক আবু নাঈমকে চিকিৎসা সেবার খরচ নিয়ে মাদ্রাসা থেকে বিদায় করে দিয়েছেন। আশপাশের লোকজন বিষয়টি জেনে গেলে দ্রুত ঘটনা ধামাচাপা দেন এতিমখানা কতৃপক্ষ। পিতাহারা ওলি উল্লাহর মা ও ভাইকে এমনভাবে বুঝ পরামশ্র্ দিয়ে দেন যাতে অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকে।
এ বিষয়ে ওলি উল্লাহ ও তার ভাইয়ের সাথে কথা বললে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আবুল হাশেম ও মাদরাসা প্রধান মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-আমরা ওই হুজুরকে বিদায় করে
দিয়েছি। শিক্ষাথীকে চিকিৎসা দিচ্ছি। আমাদের কমিটির বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই।