Image Not Found!
ঢাকা   সোমবার ০৬ ফেব্রুয়ারী ২০২৩ | ২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী (95)        গজনীতে বর্নাঢ‍্য আয়োজনে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ১০ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত (94)        নালিতাবাড়ীতে এসএসসি ৯৭ ব্যাচের ছাত্র-শিক্ষক মিলন মেলা ও সম্মাননা প্রদান (95)        পাখি সংরক্ষণে অবদান রাখায় শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি পেলেন বিশেষ পুরস্কার (91)         শেরপুরে পরিবহন মালিক, চালক,শ্রমিক, ও হেলপারদের নিয়ে ট্রাফিক আইন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত (95)        কলমাকান্দায় ভুট্টা চাষের স্বপ্ন দেখছেন কৃষকরা (94)        অবশেষে জামিনে মুক্ত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা পাইলট (94)        শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত (95)        কলমাকান্দায় নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ (95)        শ্রীবরদীতে ফাঁসিতে ঝুঁলে শিক্ষার্থীর আত্বহত‍্যা (95)      

বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জাকির

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনকে নিয়োগ দিয়েছে।
বর্ণিল কর্মজীবনে প্রফেসর জাকির হোসেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাকৃবি শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
এছাড়াও ড. জাকির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব।
আগামী ৯ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।