Image Not Found!
ঢাকা   রবিবার ২৩ জানুয়ারী ২০২২ | ১০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে বণ্যহাতি সাবার করে দিয়েছে কৃষকের গোলার ধান (95)        শেরপুরে র‍্যাব কর্তৃক হাতেনাতে হেরোইন সহ যুবক গ্রেফতার (95)        ঝিকমারি খাল থেকে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার (95)        কেকে’র চর ইউনিয়নে ভূয়া কাজির দৌরাত্ব, বৃদ্ধি পেয়েছে বাল্য বিবাহ (95)        ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার (95)        শেরপুরে বিএনএ সভাপতি কর্তৃক শেরপুর পৌরসভা'কে  কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী প্রদান (95)        ঝিনাইগাতীতে আগুনে  পুড়ে এক পরিবারের বসতঘর পুড়ে ছাই! (95)        ঝিনাইগাতী বদ্ধভূমি থেকে মাথার খুলি কংকাল উদ্ধার (95)        ঝিনাইগাতীতে বিনাচিকিৎসায় ৮বছর ধরে শিকলে বন্দি মানুষিক ভারসাম্যহীন আখি  (95)        নন্নী থেকে সমশ্চুড়া গ্রামের তক্ষক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব (95)      

বোর বীজ রোপনে ব্যস্ত সময় পাড় করছেন শেরপুরের কৃষকরা

শেরপুর সংবাদদাতা : শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কৃষকেরা বীজতলা তৈরী ও আমন বীজ রোপনে ব্যস্ত সময় পাড় করছেন । ৪ ডিসেম্বর সকালে পাকুড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কৃষকের সাথে সাক্ষাৎ মেলে কৃষক আঃ রশিদের সাথে। তিনি জানান নিড়িবিল, দৌরুঙ্গীবিল, কেউটাবিল, গাঁওয়াবিল,, রৌওহা বিলসহ সবমিলে প্রায় ৩০ একর জমিতে নানা জাতের বীজ রোপন করছেন কৃষকেরা। আমিও আমার জমিতে উন্নতমানের ভালো ফলনশীল বীজ রোপনের জন্য খুব সকালে বীজতলা তৈয়ের করতে ক্ষেতে এসেছি। এবছর আমন চাষে মোটামুটি ভালো ফলন পেয়েছি। তাই বোর আবাদের ফলন যেন ভালো হয় সেই চিন্তা মাথায় রেখে আমি বীজ রোপন করছি।
কৃষক আজিজল জানান, বিলে খাল খনন করায় জমি চাষ আবাদের অনেক সুবিধা হলেও খালের কিছু জায়গায় ভরাট হয়ে যাওয়ায় খালগুলো সংস্কারের প্রয়োজন। কেননা হঠাৎ বৃষ্টি হলে খালের মাঝে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে ঐ জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। নতুন করে খালগুলো সংস্কার করা হলে ক্ষতি পরিমান কিছুটা হলেও কমবে।
পাকুড়িয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন মোল্লার সাথে মোবাইলে উন্নতমানের বীজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত ৩ নভেম্বর পাকুড়িয়া ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে প্রায় ৭৫০ জন্য কৃষককে বীজ দেন । উন্নতমান হাইব্রিড জাতের ধানের বীজ দেওয়া হয়। ওইসব বীজের বাম্পার ফলনের সম্ভাবনা আছে। সব মিলিয়ে বোর আবাদের জন্য কনকনে শীতকে উপেক্ষা করে শেরপুরের প্রান্তিক কৃষকরা বীজতলা তৈরী ও বীজ বপন নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!