Image Not Found!
ঢাকা   শুক্রবার ২২ জানুয়ারী ২০২১ | ৯ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)        স্মার্টফোন কিনতে ৯ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে ১০ হাজার করে টাকা (4)        শেরপুরে স্কুল শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের দাবীতে নির্যাতন ॥ পাষন্ড স্বামী গ্রেফতার (95)        নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা (95)        শেরপুরে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর ।। (95)        ভারতের উপহার করোনা ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছেছে (3)        ঝিনাইগাতীতে করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)        কিশোরগঞ্জে গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর (94)        ভয়ঙ্কর সেই গৃহকর্মী রেখাকে গ্রেপ্তার (3)        শেরপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে লড়াই করবেন পলাশ (95)      

বোর বীজ রোপনে ব্যস্ত সময় পাড় করছেন শেরপুরের কৃষকরা

শেরপুর সংবাদদাতা : শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কৃষকেরা বীজতলা তৈরী ও আমন বীজ রোপনে ব্যস্ত সময় পাড় করছেন । ৪ ডিসেম্বর সকালে পাকুড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কৃষকের সাথে সাক্ষাৎ মেলে কৃষক আঃ রশিদের সাথে। তিনি জানান নিড়িবিল, দৌরুঙ্গীবিল, কেউটাবিল, গাঁওয়াবিল,, রৌওহা বিলসহ সবমিলে প্রায় ৩০ একর জমিতে নানা জাতের বীজ রোপন করছেন কৃষকেরা। আমিও আমার জমিতে উন্নতমানের ভালো ফলনশীল বীজ রোপনের জন্য খুব সকালে বীজতলা তৈয়ের করতে ক্ষেতে এসেছি। এবছর আমন চাষে মোটামুটি ভালো ফলন পেয়েছি। তাই বোর আবাদের ফলন যেন ভালো হয় সেই চিন্তা মাথায় রেখে আমি বীজ রোপন করছি।
কৃষক আজিজল জানান, বিলে খাল খনন করায় জমি চাষ আবাদের অনেক সুবিধা হলেও খালের কিছু জায়গায় ভরাট হয়ে যাওয়ায় খালগুলো সংস্কারের প্রয়োজন। কেননা হঠাৎ বৃষ্টি হলে খালের মাঝে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে ঐ জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। নতুন করে খালগুলো সংস্কার করা হলে ক্ষতি পরিমান কিছুটা হলেও কমবে।
পাকুড়িয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন মোল্লার সাথে মোবাইলে উন্নতমানের বীজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত ৩ নভেম্বর পাকুড়িয়া ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে প্রায় ৭৫০ জন্য কৃষককে বীজ দেন । উন্নতমান হাইব্রিড জাতের ধানের বীজ দেওয়া হয়। ওইসব বীজের বাম্পার ফলনের সম্ভাবনা আছে। সব মিলিয়ে বোর আবাদের জন্য কনকনে শীতকে উপেক্ষা করে শেরপুরের প্রান্তিক কৃষকরা বীজতলা তৈরী ও বীজ বপন নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।