Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

সরিষাবাড়ীতে দূস্কৃতিকারীর আগুনে ব্যবসায়ীর ৪০ লাখ টাকার পাট পুড়ে ছাই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে দূস্কৃতিকারীর আগুনে ব্যবসায়ীর গুদামের ৪০ লাখ টাকার পাট পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে মহাদান ইউনিয়নের সেংগুয়া হাজীবাড়ী মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সরিষাবাড়ীর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শি ও গুদাম মালিক সূত্রে জানা যায়,সেংগুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান রোকনের টাকায় একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল হক ও আবুল কাশেমের ছেলে আল-আমিন মিলে, তিনজনে পাটের ব্যবসা করছে। উপজেলার সেংগুয়া হাজীবাড়ী মোড় এলাকায় রোকনের নিজস্ব গুদামে বিভিন্ন স্থান থেকে প্রায় দেড় হাজার মণ পাট ক্রয় করে ওই গুদামে গুদাম জাত করেছিল । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা । ইতিমধ্যে পাটগুলো টাঙ্গাইল জেলার গোপালপুরের এক ব্যবসায়ীর নিকট বিক্রি বায়না পত্র করেছিল। শুক্রবার ভোররাত আনুমানিক পৌনে চারটার দিকে হঠাৎ গুদামে আগুন জ্বলতে থাকে। আশেপাশের লোকেরা আগুন দেখে দৌড়া-দৌড়ি করে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় দমকল বাহিনীকে সংবাদ দিলে ঘটনার আদা ঘন্টা পর দমকল বাহিনী এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় হাবিবুর রহমার রোকন বাদী হয়ে গতকাল সকালে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুদাম মালিক রোকন জানায়, তার গুদামে কোন বিদ্যুৎ সংযোগ নাই , পাহারাদারও নেই দূস্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে তার গুদামে গভীর রাতে আগুন দিয়েছে। এতে প্রায় দেড় হাজার মণ পাট পুড়ে গেছে,যার বর্তমান মূল্য প্রায় ৪০ লাখ টাকা ।