Image Not Found!
ঢাকা   ১৬ জানুয়ারী ২০২১ | ৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  এত কম বয়সী শিশুরাও হত্যায় জড়িত (2)        শেরপুর পৌরসভার মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধার কেন্দ্রেও আলোচনায় (95)        ঝিনাইগাতীতে দুই ট্রাকের মুখো-মুখি সংঘর্ষে আহত ২ (95)        শেরপুরে গণকবরের স্মৃতি ধরে রাখতে কার্যক্রম শুরু করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব (94)        What is Lorem Ipsum? (3)        জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের নয়া কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। (94)        বাধ্য হয়ে বাপ-ছেলের যৌন নির্যাতন মেনে নেন জোছনা (2)        শেরপুর অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত (94)        বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হতদরিদ্র খাদিজা বেগম।। (94)        গণসংযোগ অব্যাহত রেখেছেন আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম আধার ।। (95)      

শুভ উদ্বোধন আর.এম.পি( গ্রাম-ডাক্তার) রিফ্রেসার্স ট্রেনিং কোর্স,ময়মনসিংহ সদর!

আর.এম.পি( গ্রাম-ডাক্তার) রিফ্রেসার্স ট্রেনিং কোর্স,আয়োজনেঃআর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি।শুভ উদ্বোধন আরএমপি রিফ্রেসার্স ট্রেনিং কোর্স। আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত। সোসাইটির বিভাগ ও জেলা শাখা উদ্যোগে  17 12 2020।  আরএমপি রিফ্রেসার্স ট্রেনিং কোর্স এর উদ্বোধন করা হয়। ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শের হলরুমে। অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন।মাননীয় সিভিল সার্জন ডাঃ এ.বি. এম মসিউল আলম। সভাপতি ডাঃ মোহাম্মদ শাহজাহান কবিরবিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান সমন্বয়কারী,রবিন বরকত উল্যাহ ও মোঃ মনোয়ার হোসেন মিন্টু।আমন্ত্রিত অতিথি আয়কর আইনজীবী লুৎফুর রহমান মিলন। জয়বাংলা পত্রিকার সম্পাদক: জাহাঙ্গীর হাসান। বিল্লাল হোসেন ,সঞ্চালক   মুখলেসুর রহমানঅনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতি  কোর্সের শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন রিমোট অঞ্চলের মানুষজনকে স্বাস্থ্য সেবা দিতে পল্লি  চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য এই ট্রেনিং কোর্সের। সাফল্য কামনা করে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দেন।