সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 10:45:12 pm, 2021-01-22 | দেখা হয়েছে: 11 বার।
সোজন মাহমুদ ঝিনাইগাতী প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ২ টা এ কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়। নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম এ ওয়ারেজ নাইম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জসিম উদ্দিন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ।অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।