সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:39:02 pm, 2021-01-23 | দেখা হয়েছে: 26 বার।
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় শেরপুর জেলা শহরের কসবা কাচারীপাড়া মহল্লায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা, তরুণ শিল্পপতি ও জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী।
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের উপদেষ্টা ও ডেইলী শেরপুর অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক জয়নাল আবেদীন হাজারী।
পরে শেরপুর পৌরসভার কসবা কাচারীপাড়া ও বিভিন্ন পাড়া মহল্লার গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, কোষাধ্যক্ষ জাহিদুল খান সৌরভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।