সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 04:54:22 pm, 2021-02-17 | দেখা হয়েছে: 37 বার।
রবিউল ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি,
শেরপুরের নালিতাবাড়ী মানবাধিকার সংস্থা "আমাদের আইন”এর আয়োজনে কোভিড-১৯ ভ্যাক্সিন এর জন্য মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী পৌরসভার কার্যালয়ের সামনে বিনামূল্যে রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করেন নালিতাবাড়ী পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
এময় উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক,অর্থ বিষয়ক সম্পাদক শ্রী গোপাল চন্দ্র সরকার,প্রচার সম্পাদক সুরুজ্জামান,কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল মঞ্জিল,পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ আজাদ মিয়া, মানবাধিকার সংস্থা "আমাদের আইন"নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,প্রতিরোধ যুদ্ধা ফজলুল হক,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সমিতি নালিতাবাড়ি শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মানবাধিকার সংস্থা "আমাদের আইন" এর উপজেলা এবং ইউনিয়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ,কলেজের প্রভাষকবৃন্দ,বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ,বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ নেতৃবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে মানবাধিকার সংস্থা "আমাদের আইন" নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটির উদ্যোগে নালিতাবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র জনাব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সাহেবকে উপজেলা আওয়ামী লীগের নেতৃবর্গের উপস্থিতিতে "শুভেচ্ছা স্মারক" ক্রেস্ট প্রদান করেন উক্ত কমিটির সভাপতি, সম্পাদক এবং কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।