Image Not Found!
ঢাকা   ০৩ মার্চ ২০২১ | ১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে এইচআরডি'র আয়োজনে ৩দিনব্যাপী নেতৃত্ব বিকাশ পশিক্ষন উদ্বোধন | (95)        শেরপুর উচ্চবিদ্যালয়ের ৪র্থ তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন (95)        ঝিনাইগাতীর বাউল আব্দুর রহমানের ৮৮ বছরেও ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড (95)        নালিতাবাড়ীতে মার্কেন্টাইল ইন্সুইরেন্স কোম্পানির জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত | (95)        যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত || (95)        দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা (3)        শেরপুরের কানাসাখোলা- অষ্টমিতলা আঞ্চলিক মহাসড়কের উন্নতকরণ কাজের উদ্বোধন করলেন হুইপ আতিক (95)        শেরপুর পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক পদে যোগদান করলেন আবুল কালাম (95)        শেরপুরে সমকাল সুহৃদ আয়োজনে এসডিডিএফ এর বিতর্ক প্রতিযোগিতা (95)        সাপের সাথে অন্যরকম ভালোবাসা,শেরপুরে নূর ইসলামের | (95)      

শেরপুরে পিআইবি'র ৩ দিন ব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ ||

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে শেরপুরে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।শনিবার(২০ ফেব্রুয়ারী) দুপুরে প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

এসময় সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত ও জিয়াউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ কোর্সে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন সাংবাদিককে অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়, অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির গবেষণার গুরুত্ব, অনুসন্ধানমূলক রিপোর্ট করার ক্ষেত্রসমূহ, রিপোর্টিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে পশিক্ষন শেষে সনদ পত্র বিতরন করা হয়।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!