Image Not Found!
ঢাকা   ০৩ মার্চ ২০২১ | ১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে এইচআরডি'র আয়োজনে ৩দিনব্যাপী নেতৃত্ব বিকাশ পশিক্ষন উদ্বোধন | (95)        শেরপুর উচ্চবিদ্যালয়ের ৪র্থ তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন (95)        ঝিনাইগাতীর বাউল আব্দুর রহমানের ৮৮ বছরেও ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড (95)        নালিতাবাড়ীতে মার্কেন্টাইল ইন্সুইরেন্স কোম্পানির জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত | (95)        যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত || (95)        দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা (3)        শেরপুরের কানাসাখোলা- অষ্টমিতলা আঞ্চলিক মহাসড়কের উন্নতকরণ কাজের উদ্বোধন করলেন হুইপ আতিক (95)        শেরপুর পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক পদে যোগদান করলেন আবুল কালাম (95)        শেরপুরে সমকাল সুহৃদ আয়োজনে এসডিডিএফ এর বিতর্ক প্রতিযোগিতা (95)        সাপের সাথে অন্যরকম ভালোবাসা,শেরপুরে নূর ইসলামের | (95)      

শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় মহিলা শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ|

এইচ বি ইতি শেরপুর প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারেমহিলা শ্রমিক লীগ শেরপুর জেলা শাখা এর পক্ষ হতে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় মহিলা শ্রমিক লীগ এর আহ্বায়ক সাবিহা জামান শাপলা, সদস্য সচিব এইচ বি ইতি, নিপা সহ অন্যান্য নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। রাত ১২.০১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ,পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমন , পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এছাড়া পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ সহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!