সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 01:17:20 pm, 2021-03-16 | দেখা হয়েছে: 6 বার।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদসহ দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ৬ জন ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আজ সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। সিরিয়ার গৃহযুদ্ধের এক দশক পূর্তির দিনে তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল লন্ডন। খবর রয়টার্সের। এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়া সরকারের কয়েকজন প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। তালিকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ ছাড়াও বাশার আল-আসাদের উপদেষ্টা লুনা আল-শিবল, আসাদের মিত্র ইয়াসার ইব্রাহিম, ব্যবসায়ী মুহাম্মদ বারা’ আল-কাতিরজি, সিরিয়ার রিপাবলিকান গার্ডের কমান্ডার মালিক এলিয়া এবং দেশটির সেনাবাহিনীর মেজর জাইদ সালাহের নাম রয়েছে। বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, এক দশক ধরে বাশার সরকার সিরিয়ার সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালিয়ে আসছে। ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলে জনগণের আকাঙ্ক্ষাকে হঠকারি উপায়ে উপেক্ষা করছে। এ কারণে আমরা আজ বাশার আল-আসাদের ছয় ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছি।’