সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 12:21:45 pm, 2021-03-18 | দেখা হয়েছে: 26 বার।
ডেইলি শেরপুর ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দিগম্বর বাজার থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন-উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। এ ঘটনায় আমির আলী নামে আহত একজনকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সকালে দ্বিগম্বর বাজারে একটি ঘরে মা ও মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে পুলিশ।