Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

জাতীয় অনলাইন প্রেসক্লাব, ইতালীর পূর্নাঙ্গ কমিটি গঠিতঃ আফজাল সভাপতি, মিনহাজ সম্পাদক

ডেস্ক রিপোর্টঃ এনটিভি ইতালী প্রতিনিধি আফজাল হোসেন রোমানকে সভাপতি, চ্যানেল এস ইউকের ইতালী প্রতিনিধি মিনহাজ হোসেনকে সাধারণ সম্পাদক এবং লন্ডন ভিত্তিক ৫২ বাংলা টিভির ইতালী প্রতিনিধি মেহনাস তাব্বাসুম শেলিকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় অনলাইন প্রেসক্লাব, ইতালির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোমে আয়োজিত সংগঠনের আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে স্থানীয় সাংবাদিকরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্যদের ফুলের শুভেচ্ছা জানান। নিচে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেয়া হলোঃ সভাপতিঃ মোঃ আফজাল হোসেন রোমান (রোম) সিনিয়র সহ সভাপতিঃ সোহাগসামী(রোম) সহ-সভাপতিঃ ফেরদৌসী আক্তার পলী (মিলান), ওয়াসীম শেখ (রোম), মোল্লা মনিরুজ্জামান মনির (নাপোলী), আসলামুজ্জামান মোহাম্মদ (ভেনিস), ইসমাইল হোসেন স্বপন (ভেনিস), হাজী মোহাম্মদ সেলিম (মিলান), সালাহ উদ্দিন রিপন (মিলান), সাধারণ সম্পাদকঃ মিনহাজ হোসেন(রোম), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকঃ খান সোহাগ (রোম), যুগ্ম সাধারণ সম্পাদকঃ আরিফুল হক (রোম), শামীম আলম (রোম) সোহেল রুপম (মোনজা) সাংগঠনিক সম্পাদকঃ মেহেনাস তাবাস্সুম শেলি (রোম), মিসবাউল হক মুহিদ (মিলান), খান রবিন (রোম) কাজী অশ্রু (বেরগামো) কোষাধ্যক্ষঃ আমিনুল ইসলাম রাসেল। (রোম), প্রচার সম্পাদকঃ মনজুর আলম (বলোনিয়া), সহ প্রচার সম্পাদকঃ কাইয়ুম খান এইচ ডি (জেনোভা) দপ্তর সম্পাদকঃ আব্দুর রাজ্জাক রাজ (রোম), ধর্ম বিষয়ক সম্পাদকঃ শফিকুল ইসলাম (মিলান), মহিলা বিষয়ক সম্পাদিকাঃ দিবা নূপুর (মিলানো), সদস্যঃ হাসান মাহমুদ, শাওন আহমেদ,আমির হোসেন লিটন, লাবন্য চৌধুরী, হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ মিঠু, আবু তালিব মিঠু ও শামীম হাসান আবিদ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!