সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 01:04:27 am, 2021-03-21 | দেখা হয়েছে: 22 বার।
ডেইলি শেরপুর আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রবল বর্ষণ। এর কারণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। এই বন্যাকে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ বলে সতর্কবাণী দিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যার পানি থেকে বেশকিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের নিম্নাঞ্চলের অধিবাসীদের বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েকশ লোক আশ্রয় নিয়েছেন। নিউ সাউথ ওয়েলসের পানি সরবরাহ কর্তৃপক্ষ ওয়াটারএনএসডব্লিউ জানিয়েছে, সপ্তাহের শেষ নাগাদ সিডনির চারপাশের বাঁধগুলো থেকে পানি উপচে যেতে পারে। এরই মধ্যে বড় সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ি পানিতে ভেসে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিডনিতে একশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং শহরের পশ্চিমে ব্লু মাউন্টেইন্স অঞ্চলে বৃষ্টি হতে পারে তিনশ মিলিমিটার পর্যন্ত। আবহাওয়াবিদ আগাতা ইমিলস্কা স্থানীয় প্রবল বর্ষণ ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘আপনার যদি ভ্রমণের দরকার না হয়, যদি আপনার আজ বাইরে যেতে না হয়, তাহলে আজ হলো বাসায় থাকার দিন।’ সামনের দিনগুলোতে আরও ঝড় আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সূত্র : বিবিসি।