Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

করোনায় মানবিকতা || বিমানজুড়ে শুধুই সোনুর ছবি

ডেইলি শেরপুর বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের সময়ে অনেক তারকা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বলিউড তারকাদের মধ্যে খল অভিনেতা সোনু সুদের ভূমিকা ছিল প্রশংসনীয়। লকডাউনের সময় শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা, বৃদ্ধাদের জন্য শীতবস্ত্রের জোগান, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোসহ স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের বিলাসবহুল হোটেল ছেড়ে দিয়েছিলেন তিনি। সোনুর এ মহানুভবতার পর টাকার উৎস নিয়েও কম কানাঘুষা হয়নি বলিপাড়ায়। প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তার উত্তরও মিলেছে ইতোমধ্যেই। নিজের সম্পত্তি বিক্রি করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন এই তারকা। এমন মহানুভবতার জন্য তার প্রতি মানুষের মুগ্ধতা সীমাহীন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ পেলেন অন্যরকম পুরস্কার। ‘স্পাইসজেট’-এর একটি বিশেষ বিমান তার প্রতি সম্মান জানিয়ে পুরো বিমানজুড়ে আঁকলেন সোনু সুদের ছবি! এতে লেখা রয়েছে, ‘এ স্যালুট টু দ্য সেভিয়ার সোনু সুদ’। স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং জানিয়েছেন, মহামারির সময়ে সোনু সুদের নিঃস্বার্থ প্রচেষ্টাকে সম্মান জানিয়ে এই বিশেষ ছবি আঁকা হয়েছে। যেভাবে তিনি লাখো মানুষকে সাহায্য করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। সোনু সুদ নিজেও তার টুইটারে ওই বিমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, মনে পড়ে যাচ্ছে পাঞ্জাবের মোগা থেকে মুম্বাইয়ের অসংরক্ষিত টিকিট নিয়ে যাত্রার কথা। মা-বাবাকে খুব মিস করছি। কয়েক মাস আগে সোনুর লেখা নতুন বই ‘আই অ্যাম নট দ্য মসিহা’ প্রকাশিত হয়েছে। নামকরণ থেকেই পরিষ্কার, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো অতিরিক্ত কৃতিত্ব দাবি করতে চান না এই অভিনেতা। তবে সোনুর কার্যক্রমে গোটা ভারত সম্মান জানিয়েছিল তাকে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!