Image Not Found!
ঢাকা   ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

ইতালী প্রবাসীদের জন্য অনলাইন ড্রাইভিং স্কুলে ব্যাপক সাফল্য

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ টিএমএম বাংলা পাতেন্তা নামটা এখন ইতালী প্রবাসীদের সকলের কাছে ব্যাপকভাবে পরিচিত। মাত্র বছরখানেক আগে ইমিগ্রেশন বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান বাংলা ভাষায় ইতালীয়ান ড্রাইভিং লাইসেন্স এর অনলাইন ক্লাস শুরু করেন। এরপরেই প্রবাসীদের মধ্যে কোর্সটি মূলত দিনের পর দিন ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠে প্রবাসীদের মধ্যে। প্রায় শতাধিক অনলাইন কোর্সে অংশগ্রহনকারীগন ইতিমধ্যে শুধুমাত্র এই কোর্সে অংশ নিয়ে থিউরী পরীক্ষায় পাশ করেছেন। তাদের এই সাফল্য জানাতে সম্প্রতি রোমে সীমিত আকারে আয়োজন করা হয় বর্ষপূর্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে কয়েক ডজন শিক্ষার্থী তাদের পাস করার প্রমান নিয়ে এই আনন্দমূখর আয়োজনে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা পাতেন্তা কোর্সের উদ্ভাবক মোস্তাফিজুর রহমান বলেন আমাদের উদেশ্য হলো প্রবাসীদের হাতে হাতে অন্যান্য ডকুমেন্টস এর মতো ড্রাইভিং লাইসেন্স থাকুক। সহজভাবে অনলাইন কোর্স এবং এ্যাপসের মাধ্যমে এই প্রশিক্ষনকে তিনি সকলের জন্য উন্মুক্ত করে দিতে আগ্রহ প্রকাশ করেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাতেন্তা কোর্সের প্রধান আয়োজক আহসানুল হক পিয়াল যার রাতের ফ্রি অনলাইন ক্লাস ব্যাপকভাবে প্রশংশিত। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক রানা ইসলাম এবং শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ কোর্সের আয়োজক তথা প্রশিক্ষক শান্তা সরকার।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!