সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:33:36 am, 2021-03-27 | দেখা হয়েছে: 20 বার।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ। মোট আট ধাপে বিধানসভার ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। শনিবার (২৭ মার্চ) প্রথম ধাপে ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন চলবে ২৯ এপ্রিল পর্যন্ত এবং ফলাফল ঘোষণা হবে ২ মে। যে ৩০ আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে সেগুলোর মধ্যে বিজেপি ২০ এবং তৃণমূল ১০ আসনে এগিয়ে রয়েছে। সে অর্থে এই আসনগুলোকে বিজেপির ঘাঁটি বলা যেতে পারে। এই ঘাঁটিতে ধাক্কা দিতে পারলে মমতার তৃণমূল পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতা দখলের দিকে এক ধাপ এগিয়ে যাবে।