সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 02:45:41 pm, 2021-03-30 | দেখা হয়েছে: 11 বার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৩১ মার্চ) থেকে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ছে।
আগামী দুই সপ্তাহ এ আদেশ কার্যকর থাকবে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনে ৫০ শতাশং যাত্রী বহনের নির্দেশনা দেয়া হয়েছে। এ কারণে বুধবার থেকে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এ নির্দেশনা আগামী দুই সপ্তাহ কার্যকর থাকবে।